রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স (RED HAT ENTERPRISE LINUX – RHEL) হচ্ছে রেডহ্যাট কর্পোরেশনের তৈরি একটি জনপ্রিয় বাণিজ্যিক ডিস্ট্রো। বিভিন্ন ধরনের প্রসেসর আর্কিটেকচারের জন্য এই ডিস্ট্রোর সার্ভার ও ওয়ার্কস্টেশান ভার্সন পাওয়া যায়। এটা সবচাইতে নির্ভরযোগ্য এবং স্ট্যাবল একটি ডিস্ট্রো। রেডহ্যাট তাদের ফ্রি ডিস্ট্রো ফেডোরা নিয়ে গবেষণা করে, সেটাতে নতুন সফটওয়্যার প্যাকেজ তৈরি করে এবং পরতর্তীতে সেটা স্ট্যাবল হলে তা রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সে যুক্ত করে। ফেডোরার জন্য রেডহ্যাট কোন হেল্প সাপোর্ট না দিলেও রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের জন্য সব ধরনের সাপোর্ট দিয়ে থাকে। তাই এটা প্রাতিষ্ঠানিক ব্যবহারকারীদের প্রথম পছন্দ।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.redhat.com/en
Tags:
recent
That's great! Keep blogging
ReplyDelete